

আগামী নির্বাচনে খালেদা জিয়ার অংশ নেয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫১ পিএম, ১০ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৪৬ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনানুসারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশ নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ সোমবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, আইনে যদি সুযোগ থাকে তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। আর যদি না থাকে তাহলে তিনি পারবেন না। তবে আমার মনে হয়, আইনানুসারে তিনি নির্বাচন করতে পারবেন না।