

মিয়ানমার থেকে আর একজন লোককেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৭ পিএম, ৩ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:১১ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

মিয়ানমার থেকে আর একজন লোককেও বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, মিয়ানমারে সংঘাত হচ্ছে। এতে তারা অনেক সময় বর্ডারের দিকে আসে। এজন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে রাখা হয়েছে।
আজ শনিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের লাক্কাতোড়া গলফ ক্লাব মাঠে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মর্টার শেল নিক্ষেপের ঘটনায় তাদের রাষ্ট্রদূতকে ডেকে এনে বলা হয়েছে। এ সময় মন্ত্রীর সঙ্গে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।