

রাজনৈতিক উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেয়া হচ্ছে : হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০০ এএম, ২৮ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০৩:১৯ এএম, ১১ আগস্ট,সোমবার,২০২৫

রাজনৈতিক উদ্দেশ্যে অনেককে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেয়া হচ্ছে। এমনকি রিফিউজি ক্যাম্পে ঘুমিয়েও অনেকে সার্টিফিকেট পেয়েছেন বলে রোববার (২৮ আগস্ট) মন্তব্য করেন হাইকোর্টের একটি বেঞ্চ।
হাইকোর্ট বলেন, এক মুক্তিযোদ্ধা আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করেন, বিষয়টি খুব দুঃখজনক।
ভোলার মনপুরা এলাকায় আলাউদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা অভিযোগ করেন, তার এলাকার মোশাররফ হোসেন, আব্দুল হান্নানসহ আটজন জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছেন। কিন্তু পরবর্তীকালে তিনি এ অভিযোগ তুলে নেন।
এ বিষয়ে তিনি হাইকোর্টকে বলেন, জীবননাশের হুমকি পাওয়ায় তিনি অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছেন। তখন হাইকোর্ট বলেন, আপনি তো জীবনবাজি রেখেই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তাহলে এখন কেন ভয় পাচ্ছেন। নিশ্চয়ই কোনো সুবিধা পেয়েছেন।
হাইকোর্ট আরও বলেন, দুঃখজনক বিষয়, যারা মুক্তিযুদ্ধের সময় জন্ম নেয়নি, তারা মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করেন। মুক্তিযোদ্ধা হয়ে মিথ্যা বলা ঠিক নয়।
অভিযুক্তদের বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৮০তম সভার সিদ্ধান্তের প্রতিবেদন রাষ্ট্রপক্ষকে জমা দিতে বলা হয়েছে।