

রাশিয়া থেকে তেল কেনার পরিকল্পনা চলছে : পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৬ এএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৪৬ পিএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

চলমান সঙ্কট নিরসনে সরকার রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মো. আবদুল মান্নান।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারবো না। আমরাও রাশিয়া থেকে তেল আনতে পারবো।
তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে নিম্নআয়ের মানুষের কষ্ট হচ্ছে। মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেল দায়ী। বৈঠকে প্রধানমন্ত্রী জ্বালানি তেল কেনার বিষয়ে নানা ধরনের পথ বের করতে বলেছেন। দরকার হয় রুশ মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়টি প্রধানমন্ত্রী দেখতে বলেছেন বলে জানান মন্ত্রী।