

২৬শে আগস্ট থেকে ৫-১১ বছর বয়সীদের টিকা প্রদান শুরু : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪১ এএম, ৭ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ১১:৫৭ পিএম, ৩০ জুন,সোমবার,২০২৫

আগামী ২৬শে আগস্ট থেকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রবিবার (০৭ আগস্ট) মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের এই টিকা নিতে অভিভাবকদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
করোনা নিয়ন্ত্রণে আছে বলেই বাংলাদেশ ভালো আছে উল্লেখ করে এর আগে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আছে বলে স্বাস্থ্য সেবা ভালো চলছে, শিল্প ও আমদানি-রপ্তানি চালু আছে। আমাদের কর্মীরা অনেক দেশেই এখন যেতে পারে। অনেক দেশ আছে, যারা করোনা নিয়ন্ত্রণ করতে না পেরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।