

কম গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৭ পিএম, ২৫ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৪৯ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

প্রকল্প ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, 'প্রধানমন্ত্রী প্রকল্পগুলোকে এ, বি এবং সি ক্যাটাগরিতে বিভক্ত করার নির্দেশনা দিয়েছেন। এ ক্যাটাগরির প্রকল্প আগে বাস্তবায়ন করা হবে এবং মন্ত্রণালয় বরাদ্দের ৭৫ শতাংশ পর্যন্ত ব্যয় করতে পারবে। সি ক্যাটাগরির প্রকল্পগুলোর বাস্তবায়ন স্থগিত রাখতে বলা হয়েছে।'
এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, কোন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
প্রধানমন্ত্রী জনগণকে অতিরিক্ত ব্যয় না করার জন্য এবং কৃষির উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার করতে আহ্বান জানান।