

গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে : নসরুল হামিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৪ এএম, ৪ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৯:১৩ এএম, ৯ জুলাই,
বুধবার,২০২৫

গ্যাস স্বল্পতার কারণে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এর জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
গতকাল রবিবার (৩ জুলাই) নিজের ফেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ দুঃখপ্রকাশ করেন মন্ত্রী।
ফেসবুক পোস্টে নসরুল হামিদ বলেন, গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে।
যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহ অন্যান্য সব দেশের মতো আমাদেরকেও সমস্যায় ফেলেছে। এ পরিস্থিতিতে আপনাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।