

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ পিএম, ৩ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:১৪ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হলেও ভোর ৫টার পর থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন।
ঈদের প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।
৯ টায় তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী।
ঈদের চতুর্থ জামাত সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।
এছাড়া পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম।