

টিকা নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ পিএম, ২৫ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৩০ এএম, ১৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

টিকার ব্যয়ে গরমিল নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে তা উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তিনি।
আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, টিআইবি ইনট্রান্সপারেন্ট আর অমরা ট্রান্সপারেন্ট।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই পর্যন্ত সরকার ৪০ হাজার কোটি টাকার টিকা দিতে সক্ষম হয়েছে। এরমধ্যে ২০ হাজার কোটি টাকা সরকারের আর বাকি ২০ হাজার কোটি টাকার টিকা কোভ্যাক্সের মাধ্যমে সহায়তা পেয়েছে। সর্বমোট ১৭ কোটি ডোজ টিকা কিনেছে সরকার।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তি করা তিন কোটি টিকার দেড় কোটি ডোজ আমরা পেয়েছি। এই দেড় কোটি ডোজের টাকা আমরা দিয়েছিলাম। বাকি দেড় কোটির ডোজের টাকা দেয়া হয়নি।
লোকবল নিয়োগ, সিরিঞ্জ কেনাসহ টিকাপ্রতি ৩ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।