

শাহবাজ শরিফকে শেখ হাসিনার অভিনন্দনবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫১ পিএম, ১৩ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:২০ এএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (১৩ এপ্রিল) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ অঞ্চলের অভিন্ন উন্নয়নের লক্ষ্য অর্জনের পথে যে চ্যালেঞ্জগুলো আছে, তা মোকাবিলায় এখানকার সবার অবশ্যই একসঙ্গে কাজ করা উচিত।
গত শনিবার রাতে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। পাকিস্তানের স্বাধীনতার পর এই প্রথম সে দেশের কোনো প্রধানমন্ত্রী পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে বিদায় নিয়েছেন। সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ।