

পীরগঞ্জে চেক বিতরণ অনুষ্ঠানে স্পিকার
বাংলাদেশ আজকে একটা মজবুত অর্থনৈতিক ভিতের উপর দাঁড়িয়ে আছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২২ পিএম, ২১ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৯:২৬ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

জাতীয় সংসদে স্পিকার ও রংপুর-৬(পীরগঞ্জ) আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অনেক বেশী। আমরা নিজেদের এবং সরকারের অর্থে কাজ এগিয়ে নিতে পারি। তাই বাংলাদেশ আজকে একটা মজবুত অর্থনৈতিক ভিতের উপর দাঁড়িয়ে আছে। যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়।
আজ সোমবার পীরগঞ্জের কসবা মাঝি পাড়ায় সন্ত্রাসীদের দ্বারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ কথা গুলি বলেন। স্পিকার তার বক্তব্যে আরও বলেন, সন্ত্রাসীদের দ্বারা এ মাঝিপাড়ায় যে বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা ভাষায় বর্ণনা করা যায় না। আমরা ঘটনা জানার পর মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাৎক্ষণিক সব ধরনের প্রস্তুতি গ্রহন করি। প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল ক্ষতিগ্রস্থ একটা পরিবারও যেন পুনর্বাসন থেকে বঞ্চিত না হয়। যে ঘর গুলো আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে, ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেরামত করে দেয়া হয়েছে। ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় ও ধর্ম মন্ত্রনালয় সহ একাধিক মন্ত্রনালয়ের মন্ত্রী ঘটনাস্থলে এসে পর্যাপ্ত সহযোগীতা করেছেন। এ ছাড়া দলীয় নেতা কর্মি সহ বিভিন্ন পর্যায় থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা এসেছে। সরকারের পক্ষ থেকেও সাহায্য সহযোগীতা অব্যহত রয়েছে। পরে স্পিকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২শ’ পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ লাখ টাকার চেক বিতরণ করেন।
বটের হাট আর ডিএস দাখিল মাদ্রাসা মাঠে এ চেক বিতরণ অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার চেয়াম্যান তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমি রাজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, কুমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
পরে স্পিকার উপজেলা পরিষদ চত্তরে উপজেলা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। সর্বশেষে রংপুর জেলা পরিষদ কর্তৃক পীরগঞ্জে নব নির্মিত ডাক বাংলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।