

সাফারী পার্কের প্রাণীর মৃত্যুর ঘটনায় কারো ইন্ধন আছে কি না খতিয়ে দেখা হচ্ছে - পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৬ পিএম, ৬ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৩:০২ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে সম্প্রতি বেশ কিছু প্রাণী মারা যাওয়ার ঘটনায় কারো ইন্ধন রয়েছে কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আজ রবিবার বিকেলে সাফারী পার্ক পরিদর্শনে এসে তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ১১টি জেব্রা বাঘ, সিংহ মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত সচিব সঞ্জয় কুমারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তাদের প্রতিবেদনের জন্য ১০ কার্যদিবস সময় বেঁধে দেয়া হয়েছে। সে তদন্ত প্রতিবেদনে কারো বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মেললেই তার বিরদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও এ ঘটনার কারো ইন্ধন বা কারা কারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করবে এ তদন্ত কমিটি। সুষ্ঠু তদন্তের স্বার্থে ইতিমধ্যে পার্ক ব্যবস্থাপনার সাথে জড়িত ৩ কর্মকর্তাকে পার্ক থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। পরে মন্ত্রী সাফারী পার্কের বিভিন্ন ইভেন্ট ঘুরে দেখেন।
এসময় মন্ত্রীর সাথে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, একই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন, সঞ্জয় কুমার ভৌমিক (উন্নয়ন অনুবিভাগ) প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক মো. আনিছুর রহমান, পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।