সস্ত্রীক করোনা আক্রান্ত প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৪১ এএম, ৬ ডিসেম্বর,শনিবার,২০২৫
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী ডালিয়া ফিরোজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল বুধবার (১৯ জানুয়ারি) রাতে প্রধান বিচারপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত মঙ্গলবার প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ করোনা আক্রান্ত হয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন।
এরপর গতকাল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে রাতে তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মৃদু উপসর্গ থাকলেও দুজনই সুস্থ আছেন।




