

আগামীকাল বুধবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৩৩ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

আগামীকাল বুধবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের জারি করা নতুন বিধিনিষেধের আলোকে রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল বুধবার (১২ জানুয়ারি) থেকে ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
রেলওয়ে জানিয়েছে, ৫০ শতাংশের অর্ধেক টিকিট কাউন্টারে এবং অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে আজ সকাল থেকেই অনলাইনে টিকেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, আগামী ১৩ জানুয়ারি থেকে ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমাদের টিকিটিং সফটওয়্যার আপডেট করার কাজ চলছে।
সকালে কমলাপুর রেল স্টেশনে গেলে টিকিট প্রত্যাশীরা অভিযোগ করেন, অনলাইনে ১৫ জানুয়ারির টিকিট দেয়া হচ্ছে না। কাউন্টারে কথা বলে জানা যায়, ১৫ জানুয়ারির অগ্রিম টিকেট বিক্রি সাময়িক বন্ধ রাখা হয়েছে।