

আবারো উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৮ পিএম, ৯ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১০:০৫ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

আবারো উখিয়ায় শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে।
আজ রবিবার বিকেল ৫টায় রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা জানান, ‘ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। এখনো আগুন নেভানো সম্ভব হয়নি।’
এ বিষয়ে ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, ‘পুলিশসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। এছাড়া টেকনাফের ফায়ার সার্ভিস স্টেশনকেও খবর দেয়া হয়েছে। প্রথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে চলতি বছরে ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসঙ্ঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের জেনারেটর থেকে অগ্নিকাণ্ড হয়।
এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।