

প্রথম মৌসুমেই লা লিগার বর্ষসেরা বেলিংহাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫ পিএম, ১ জুন,শনিবার,২০২৪ | আপডেট: ০৬:২৫ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন জুড বেলিংহাম। দলটির লা লিগা জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিও এবার পেয়ে গেলেন। স্পেনের শীর্ষ লিগে ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ইংলিশ তারকা।
বুরুশিয়া ডর্টমুন্ড শিবির ছেড়ে ২০২৩-২৪ মৌসুমের গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদে নাম লেখান বেলিংহাম। যোগ দিয়েই ম্যান ইন হোয়াইটদের স্প্যানিশ লা লিগার শিরোপা জিততে অগ্রনায়কের ভূমিকা পালন করেছেন ইংলিশ তারকা।
সদ্য শেষ হওয়া মৌসুমে স্প্যানিশ লা লিগায় ২৮ ম্যাচে মাঠে নেমেছেন বেলিংহাম। যেখানে জালের দেখা পেয়েছেন ১৯ বার। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ছয় গোল। মৌসুমে লিগে তার থেকে বেশি গোল করতে পারেনি রিযাল মাদ্রিদের আর কোনো ফুটবলার।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে ২৩ গোল করেছেন বেলিংহাম। এছাড়া ১২ গোলে সহায়তা করেছেন তিনি। ভোটে স্প্যানিশ লা লিগার মৌসুমসেরা নির্বাচিত হওয়ার পর সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেলিংহাম।
বেলিংহাম বলেন, ‘সতীর্থ ও কোচিং স্টাফদের এই অর্জন উৎসর্গ করতে চাই। আমার এমন পারফরম্যান্সের জন্য বিশ্বের সেরা ক্লাবটির সমর্থকদের অবদানও অনেক। তারা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামতে পারাটা আমার জন্য তৃপ্তিদায়ক।’