

লারাকে ছাড়িয়ে রুটের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯ এএম, ২৮ জুলাই,রবিবার,২০২৪ | আপডেট: ০১:৪০ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে চলমান সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে গতকাল প্রথম ইনিংসে ৩৭৬ রান করে অল আউট হয়েছে ইংল্যান্ড। ৯৪ রানের লিড নেয়ার পথে ৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল। তবে বিপাকে পড়া দলকে বাঁচিয়েছেন জো রুট, খেলেছেন ৮৭ রানের দায়িত্বশীল এক ইনিংস। গুদাকেশ মোতির বলে আউট হয়ে ক্যারিয়ায়রের ৩৩তম শতক হাতছাড়া করলেও ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারার রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নামার আগে সাদা পোশাকে রুটের রান সংখ্যা ছিল ১১ হাজার ৯৪০। ২ রান করে প্রথম দিন শেষ করার পর দ্বিতীয় দিনের শুরুতেই তিনি ছাড়িয়ে গেছেন লারাকে। ক্যারিবীয় এই কিংবদন্তি টেস্ট রান ১১ হাজার ৯৫৩। লারাকে ছাড়িয়ে যাওয়ার পর ১২ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।
লারাকে ছাড়িয়ে যাওয়ার পর সপ্তম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১২ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন রুট। এছাড়াও দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে দারুণ এই মাইলফক গড়েছেন তিনি। রুট ছাড়া ইংলিশ ক্রিকেটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে ১২ হাজারের বেশি রান করেছেন কেবল অ্যালিস্টার কুক।
৩৩ রানে ৫ উইকেট হারানোর পর গতকাল অধিনায়ক স্টোকসের সঙ্গে ১১৫ রানের দুর্দান্ত এক পার্টনারশীপ গড়েছিলেন রুট। স্টোকস ৫৪ রান করে আউট হওয়ার পর জেইমি স্মিথের সঙ্গেও রুট গড়েছিলেন ৬২ রানের জুটি।
রুট ৮৭ রান করে ফেরার পর ইংলিশদের পথ দেখিয়েছেন স্মিথ এবং ক্রিস ওকস। ৫ রানের জন্য শতক হাতছাড়া করেছেন স্মিথ, অন্যদিকে ৬২ রান করেছেন ওকস, সবমিলিয়ে অল আউট হওয়ার আগে ৩৭৬ রানের সংগ্রহ পায় ইংলিশরা। এরপর ব্যাট করতে নেমে ২২ উইকেট হারিয়ে ৩৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ক্যারিবীয়রা।