

ফুটবলকে বিদায় বললেন টনি ক্রুস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৯ পিএম, ২১ মে,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০১:৪৪ এএম, ৩১ আগস্ট,রবিবার,২০২৫

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয় তাকে। ৩৪ বছর বয়সেও দুর্দান্ত প্রতাপে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের মিডফিল্ডের নেতৃত্ব দিয়েছেন। যে ফর্মে ছিলেন খুব সহজেই আরও কয়েক বছর ফুটবলে রাজত্ব করতে পারতেন। তবে তিনি যে টনি ক্রুস। সাধারণ কিছু করা এই জার্মানকে মানায় না। তাই ফর্মের তুঙ্গে থাকা অবস্থাতেই ফুটবলকে বিদায় বললেন সর্বজয়ী এই জার্মান মিডফিল্ডার।
মঙ্গলবার (২১ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জুনে নিজে দেশ জার্মানিতে অনু্ষ্ঠিত হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টনি ক্রুস।