

ইতিহাস গড়ার কৃতিত্ব ফুটবলার ও সমর্থকদের দিলেন আলনসো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৬ পিএম, ১৫ এপ্রিল,সোমবার,২০২৪ | আপডেট: ০২:৫০ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ইতিহাস গড়া জয়ে পুরো লেভারকুসেন এখন উৎসবের নগরী। প্রিয় দলের সাফল্যে কেউ হাসছেন, কেউ কাঁদছেন। কোচ জাবি আলনসো এই অর্জনকে বলছেন অবিশ্বাস্য। তবে জয়ের জন্যে পুরো কৃতিত্ব দিয়েছেন ফুটবলার ও সমর্থকদের। লেভারকুসেনের দায়িত্ব নেয়ার পর থেকেই শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী ছিলেন বলেও জানান স্প্যানিশ কোচ।
শহর জুড়ে লাল রঙের আভা। এ এক মহোৎসব! রেড এন্ড ব্ল্যাক পতাকা, রঙ বেরঙের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে সমর্থকদের সে কি উল্লাস! ১২০ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো স্বপ্ন ছোঁয়ার আনন্দ! আর তাইতো উদযাপনে ফুটবলার, দর্শক সবাই মিলেমিশে একাকার।
এমন একটা দিনের জন্যে লেভারকুসেন সমর্থকদের অপেক্ষাটা ছিল তীর্থের কাকের মতো। পরম আরাধ্য সেই স্বপ্ন ধরা দেয়ায় পুরো বে অ্যারেনা ফেটে পড়ে উল্লাসে। গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়েন ভক্তরা। সমর্থকদের পাগলাটে সেলিব্রেশন মানেনি কোনো বাধা। জনস্রোতে রূপ নেয় বে অ্যারেনা। স্টেডিয়ামের বাইরে কিংবা ভেতরে কোথাও তিল ধারনের ঠাঁই ছিল না
বায়ার লেভারকুসেনের এমন অর্জনে প্রশংসায় ভাসছেন কোচ জাবি আলনসো। ১২০ বছরের ইতিহাসে যা করতে পারেনি কেউ, তাই করে দেখালেন এই মাস্টারমাইন্ড। জার্মানি জুড়ে জয়ের ঝান্ডা উড়িয়ে চলা বায়ার্ন মিউনিখ যুগের অবসানের নায়ক তো এই স্প্যানিশই। মাত্র দুই বছরে যার হাত ধরে ধরা দিলো রূপকথা। সেই জাবির কাছেই এসব অবিশ্বাস্য লাগে।
লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমকে আলনসো বলেন, ‘অবশেষে, আমরা বলতে পারি বায়ার লেভারকুসেন জার্মান চ্যাম্পিয়ন। আমাদের সবার জন্য এটা অনেক সম্মানের। এই শিরোপাটা কেবল আমাদের নয়, সমর্থকরাও এর বড় দাবিদার। একটা কথা আমি বলতে চাই, এই দল এবং দলের তরুণ ফুটবলারদের কঠোর পরিশ্রম আমাদের এত বড় অর্জনের পেছনে বড় ভূমিকা রেখেছে। লেভারকুসেন সবসময় দুর্দান্ত একটি ক্লাব। আমার নতুন ক্যারিয়ারে আমি এমন কিছুর জন্যই অপেক্ষায় ছিলাম। আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না।’
আনন্দাশ্রু শহর জুড়ে। কেউ কাঁদছেন কেউ আবার উদযাপন করছেন সমস্বরে গান গেয়ে।
সমর্থকদের একজন বলেন, ‘২০ বছর আগে যখন আমি ছোট ছিলাম, ভাইদের সঙ্গে টিভির সামনে বসে প্রতিটি ফাইনাল হারতেই দেখতাম। এবার প্রথম ফাইনাল জয়। এটা বর্ণনাতীত, স্বপ্নের মতো। এখনও বাস্তব মনে হচ্ছে না কিছু।’
অন্য একজন বলেন, ‘লেভারকুসেন দারুণ দল। তাদের একজন দুর্দান্ত কোচ রয়েছেন। যেভাবে মৌসুম জুড়ে খেলেছে তাদের সমর্থক আরও বেড়েছে।’
আরেকজন সমর্থক তো এখনো বিশ্বাসও করতে পারছেন না। চ্যাম্পিয়ন হয়েছে তার প্রিয় দল। বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না এখনো। আমি আনন্দে কেঁদেছি।’
রূপকথার জন্ম দেয়া জাবিকেই এ জয়ের কৃতিত্ব দিচ্ছেন সমর্থক ও ফুটবলাররা