

স্ট্রেচারে মাঠ ছাড়লেন মুস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭ পিএম, ১৮ মার্চ,সোমবার,২০২৪ | আপডেট: ০৩:৫৪ এএম, ৩১ আগস্ট,রবিবার,২০২৫

৪৮তম ওভারের বোলিং করতে এসে কিছুটা অস্বস্তিতে ভুগতেছিলেন মুস্তাফিজুর রহমান। রানআপ ঠিক করে প্রথম বল করতে এসে ওয়াইড দেন তিনি। সঙ্গে সঙ্গে পায়ে টান লেগে থমকে দাঁড়ান ফিজ। ব্যথায় কাতরাতেও দেখা গেছে বাঁ হাতি পেসারকে। হাসান মাহমুদের কাঁধে ভর করে কিছুক্ষণ দাঁড়ানও তিনি। কিন্তু হাঁটতে না পারায় পরে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় তাকে।
৯ ওভারে ৩৯ রান দিয়ে দুই উইকেট নেন মুস্তাফিজ। শেষ ওভার করতে গিয়ে চোটে মাঠ ছাড়েন তিনি। অবশ্য নিজের নবম ওভারের মাঝেই চোট পেয়েছিলেন তিন।