

মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আবদুল হাকিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪১ এএম, ২৮ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০১:০২ পিএম, ৪ জুলাই,শুক্রবার,২০২৫

মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য শেখ আবদুল হাকিম।
আজ রবিবার (২৮ আগস্ট) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)।
যশোরেই থাকতেন শেখ আব্দুল হাকিম। বেশ কয়েক বছর যাবৎ বার্ধক্য ও নানা জটিল রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম এই সদস্যদের শেষ জীবন কেটেছে অনেক কষ্টে। ব্রেন স্ট্রোকের পর একটি চোখ প্রায় নষ্ট হয়েছিল। গত কয়েক মাস কথা বলতে পারতেন না এবং নল দিয়ে খাওয়া-দাওয়া করাতে হতো। পারিবারিক জীবনে তিনি ১ ছেলে ও ৩ মেয়ের জনক।
হাকিম স্বাধীনতার আগে দিলকুশা স্পোর্টিংয়ে খেলা শুরু করেন। পাকিস্তান যুব দলে ডাক পেয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেন। ১৯৭৩ সালে মারদেকা কাপে প্রথম জাতীয় দলের সদস্য ছিলেন তিনি। ৭৫ সালের মারদেকা কাপের দলেও ছিলেন। স্বাধীনতার পর তিনি ওয়াপদা, ওয়ারীতে খেলতেন।