

৫৬ বছরের হাহাকার ঘুচিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৫৩ এএম, ১ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৬:১৪ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ফুটবলে একটা বড় শিরোপার জন্য ইংলিশদের হাহাকার ৫৬ বছরের। অবশেষে নারীদের হাত ধরে সাড়ে পাঁচ দশকের সেই খরা কাটল। উইমেনস ইউরোর রেকর্ড চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে সেরার মুকুট পরল ইংল্যান্ড।
উইমেনস ইউরোর ফাইনালে শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন স্বাগতিক ইংল্যান্ড। রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে টুর্নামেন্টের সফলতম দল জার্মানি। জমজমাট এই ফাইনালে আক্রমণ পাল্টাআক্রমণে প্রথমার্ধের খেলা গোলশূন্য।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে স্বাগতিক ইংল্যান্ড। অবশেষে খেলার ৬২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। তবে ৭৯ মিনিটে খেলায় সমতা ফেরায় শক্তিশালী জার্মানি। ফলে নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে ড্র থাকায় ফাইনাল গড়ায় অতিরিক্ত মিনিটে।
অবশেষে খেলা ১১০ মিনিটে ফের এগিয়ে যায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত জার্মানির রেকর্ড থামিয়ে বিশ্বকাপের স্বপ্ন পূরণ হয় ইংল্যান্ড নারীদের।
এর আগে প্রতিযোগিতাটির ইতিহাসে এর আগে আটবার ফাইনালে উঠে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছেন জার্মানরা। এবারই প্রথমবারের মতো মুকুট পরল ইংল্যান্ড।