

ঈদের দিন বাংলাদেশের খেলা দেখার আমন্ত্রণ তামিমের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২১ এএম, ১০ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ১২:৫৭ এএম, ৫ জুলাই,শনিবার,২০২৫

ঈদের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বর্তমানে দেশটিতে অবস্থান করছেন তামিম ইকবালরা। এদিন সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম। একইসঙ্গে বাংলাদেশের খেলার দেখার আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের সঙ্গে ওয়ানডে সিরিজের ট্রফিসহ একটি ছবি পোস্ট করেছেন তামিম। আর ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক। সবাইকে আজ রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ দেখার আমন্ত্রণ রইলো।’
সিরিজ থেকে ছুটি নেওয়ায় এই ম্যাচে অনুমিতভাবেই থাকছেন না দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ফলে তাকে ছাড়াই এখন একাদশ সাজাতে হবে টিম ম্যানেজম্যান্টকে। হজের কারণে আগে থেকেই নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। দলে সিনিয়র বলতে কেবল অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুইজনের সঙ্গে লিটন কুমার দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের আজ একাদশে থাকা অনেকটাই নিশ্চিত।
বাকি দুটি পজিশনের জন্য একজন ব্যাটার ও একজন বোলার নিতে হবে। ব্যাটারদের মধ্যে এনামুল হক বিজয়ের একাদশে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঘরোয়া ক্রিকেটে এই ফরম্যাটেই পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে ফিরেছেন। তাই সাকিব না থাকায় তিন নম্বর পজিশনে এনামুল হতে পারেন ভরসা। তিন পেসারের সঙ্গে স্পিনার হিসেবে মিরাজ আছে।
এখন দলে আরও একজন স্পিনার লাগবে। পাশাপাশি তাকে ব্যাটিংটাও জানতে হবে৷ সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়ানডে মিডল অর্ডারে তিনি পরীক্ষীত খেলোয়াড়। এমনটা হলে নাসুম আহমেদের ওয়ানডে অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হবে।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
*গায়ানায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।