

আইপিএলের নতুন চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৫১ এএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৭:০৮ পিএম, ৩০ আগস্ট,শনিবার,২০২৫

প্রথমবার আইপিএল অংশ নিয়ে বাজিমাত করলো গুজরাট টাইটান্স। ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে ২০২২ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
ব্যাটে-বলে টাইটান্সের জয়ে অবদান রেখেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছেন ৩৪ রান।
নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে রাজস্থান। মামুলি লক্ষটা ১১ বল হাতে রেখে টপকে যায় গুজরাট টাইটান্স। ১৯ বলে ৩২ রানের বিস্ফোরক ইনিংসে গুজরাটের জয়টাকে সহজ করে দিয়েছেন ডেভিড মিলার। ৪৩ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন ওপেনার শুবমান গিল।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। তবে গুজরাটের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি দলটি। সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার জস বাটলার।
গুজরাটের অধিনায়ক পান্ডিয়া ৪ ওভারে মাত্র ১৭ রানে নেন ৩ উইকেট।