দুর্ভিক্ষের পদধ্বনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩০ এএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৫৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দুর্ভিক্ষের পদধ্বনি
এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম
আকাশে বাতাসে দুর্ভিক্ষের বিষাক্ত নিশ্বাসের ডামাডোল
রাষ্ট্র সমাজ সংসারে অনিশ্চয়তার সুনামির পদধ্বনি
ক্ষমতাধর লুটেরাদের আত্মঅহংকার ধাপ্পাবাজি
মাথাপিছু আয় মজবুত রিজার্ভ দুর্দান্ত প্রবৃদ্ধির
ফানুস।
বঞ্চিত মানুষের জীবন জীবিকা আয় ব্যয়ে বৈষম্য
চাল, ডাল, তেল নিত্যপণ্যের অগ্নিমূল্য বিদ্যুৎ গ্যাস সংকট
উন্নয়ন উৎপাদন ব্যবসা- বানিজ্যে অসহায়ত্ব
নিমিষে তাসেরঘরের মত স্বপ্নভঙ্গ অসহায় আত্মসমর্পন।
ঘুষখোর দুর্নীতিবাজ স্বজনপ্রীতি অর্থ পাচার
সমস্যার সুনামিতে দিশেহারা শ্রমজীবী বিপন্ন মানুষ
বেদনার চাপা কষ্টের বোবা কান্নার অশ্রুসিক্ত হৃদয়
তবুও চারিদিকে অবিরত চলছে মিথ্যার ফুলঝারি।
দুর্যোগ দুর্বিষহ আর্থ সামাজিক পরিস্থিতিতে
রাজনৈতিক ভাগ্যকাশে দাম্ভিকতা হুংকার খেলা হবে
অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ভয়ে আতংকিত মোরা
নির্ঘুম রজনীতে ভাবনা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা।
তবুও চারিদিকে কোলাহল রুগ্ন ভাবলেশহীন মানসিকতা
সভ্যতার চোরাবালিতে লুকায়িত দানবীয় প্রভাব প্রতিপত্তি
সুশ্রী নান্দনিক পোশাক আর পারফিউমের আড়ালে
কিছু দুষ্ট চিন্তায় নিমগ্নতা অনিষ্ট আত্মার দুর্গন্ধ ।
নিরুপায় রুষ্ট প্রকৃতি ব্যাকুল নিয়তির প্রতিশোধ স্পৃহায়
আলো বাতাসে উত্তাপ সমুদ্রে গভীর নিম্নচাপ ঝড়ঝাপটা
পশুপাখি প্রাণীকুলের নিরাপদ আশ্রয়ের তরে ছুটাছুটি
প্রত্যাশা গভীর সংকট অমানিশার আঁধার রুখবে বিধাতা।