বইমেলার সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৪ পিএম, ২৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১২:৪৬ এএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
আগামী ১৭ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে বইমেলার সময়সীমা।
আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে ১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়েছিল।
দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিক থেকে রোগী বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে শনাক্তের সংখ্যা ও হার দ্রুত বাড়তে থাকে। ফলে ফেব্রুয়ারির অর্ধেক পর্যন্ত বইমেলা পিছিয়ে দেয় সরকার। সে সময় বলা হয়েছিল, করোনা পরিস্থিতির উন্নতি না হলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
গত এক সপ্তাহর বেশি সময় ধরে করোনার সংক্রমণ কমছে। শনাক্তের নেমে এসেছে পাঁচ শতাংশের নিচে। করোনা পরিস্থিতির এ উন্নতির মধ্যে বইমেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিলো সংস্কৃতি মন্ত্রণালয়।