বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দৈনিক দিনকাল কার্যালয় পরিদর্শন
সরকার ধারাবাহিকভাবে মিডিয়ার কন্ঠরোধ করছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৩ পিএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:০৯ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক দিনকাল কার্যালয় পরিদর্শন করেন। তিনি দৈনিক দিনকাল কার্যালয়ে পৌঁছলে পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পত্রিকাটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং দৈনিক দিনকালে কর্মরত সকল পর্যায়ের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, আমরা ভয়াবহ দুঃসময় পার করছি। সরকার নানা কালাকানুন করে ধারাবাহিকভাবে মিডিয়ার কণ্ঠরোধ করছে। এ থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি পত্রিকাটিকে আরও আধুনিকায়ন ও যুগোপযোগী করে সারাদেশে পাঠকদের চাহিদা অনুযায়ী তাদের হাতে তুলে দেয়ার জন্য আহবান জানান। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের হাতে হাতে যাতে পত্রিকাটি পৌঁছতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য তিনি পত্রিকার কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদেরও পত্রিকা ক্রয় করে পড়ার আহবান জানান।
তিনি আশা প্রকাশ করেন, পত্রিকাটি হবে সর্বস্তরের মানুষের পাঠকপ্রিয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সিইও শরীফুল আলম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল বারী ড্যানি, মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার, মিডিয়া সেলের সদস্য ও ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, মিডিয়া সেলের সদস্য ও বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান রুমন, মিডিয়া সেলের সদস্য ও সিটি এডিটর আলী মামুদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, দৈনিক দিনকালের আর্ট এডিটর হামিদুল হক মানিক, সহকারী সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আবুল হোসেন খান মোহন, ডিইউজের সহ-সভাপতি ও দিনকালের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক রাশেদুল হক, যুগ্ম বার্তা সম্পাদক আবদুস সেলিম, মফস্বল সম্পাদক লিপি সরকার, দৈনিক দিনকালের ইউনিট চিফ আব্দুল্লাহ জেয়াদ, ডেপুটি ইউনিট চিফ বাবুল খন্দকার, সম্পাদনা বিভাগের প্রধান মন্মথ সরকার, ফটো সাংবাদিক বাবুল তালুকদার, স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মৃধা, স্টাফ রিপোর্টার শরিফুল হাসান, হাসনাইন নাহিয়ান সজীব, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।