ছাত্রদল নেতা জাকিরকে হত্যার অভিযোগে দুই ওসিসহ ৬ পুলিশের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০১ পিএম, ১২ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ১১:১২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেনকে থানা হেফাজতে নির্যাতন করে হত্যার অভিযোগে শাহবাগ ও রমনা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
আজ বুধবার (১২ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা নেওয়ার আবেদন করেন নিহত জাকিরের চাচা বি এম অলিউল্লাহ।
ঢাকার মহানগর দায়রা জজ আসাদুজ্জামান মামলার আবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য ১৭ অক্টোবর দিন ঠিক করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
আবেদনে যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁরা হলেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (ওসি) আবুল হাসান, রমনা থানার তৎকালীন পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার রায়, সাইদুর রহমান, অমল কৃষ্ণ ও শাহরিয়ার রেজা।
মামলার আবেদনে বলা হয়, ২০১৮ সালের ৬ মার্চ সকালে জাকির হোসেন ছাত্রদলের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জাতীয় প্রেসক্লাবের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হন। সেখানে মিছিল শেষে মৎস্য ভবনের সামনে আসেন জাকির। সেখান থেকে জাকির ও আক্তার হোসেন নামের আরেক ব্যক্তিকে ধরে রমনা থানায় নিয়ে যায় পুলিশ। তাঁদের সেখানে নির্যাতন করা হয়। পরে জাকির ও আক্তারকে শাহবাগ থানায় নিয়ে আরেক দফা নির্যাতন করে পুলিশ। শাহবাগ থানার মামলায় তাঁদেরকে গ্রেপ্তার দেখিয়ে ৮ মার্চ আদালতে তোলা হয়।
আবেদনে দাবি করা হয়, জাকিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়েছিল তখন। রিমান্ড শেষে ওই বছর ১১ মার্চ তাঁকে আদালতে হাজির করা হয়। পরদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মারা যান জাকির।