সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র সকলের জন্য সমান সমাজের ভিত্তি : বাংলাদেশে সুইডিশ দূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৪ পিএম, ১১ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১১:৪১ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সুইডেন বিশ্বাস করে- অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনকে সাথে নিয়ে গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক, সকলের জন্য সমান এবং টেকসই সমাজের ভিত্তি।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সুইডেনের জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন।
নিজের অফিসিয়াল টুইটারে শনিবার রাষ্ট্রদূত লিখেছেন, ‘সুইডেনে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে! অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনকে সাথে নিয়ে গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক, সকলের জন্য সমান ও টেকসই সমাজের ভিত্তি বলে আমাদের বিশ্বাস। বিশ্বব্যাপী গণতন্ত্রের উন্নয়নে সুইডেন অব্যাহতভাবে শক্তিশালী এক কণ্ঠস্বর হয়ে থাকবে।
উল্লেখ্য, সংসদের চার বছরের মেয়াদ শেষে নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সুইডেনে। যার কোনো ব্যতিক্রম হয় না। একইদিন অনুষ্ঠিত হয় তিনটি সংস্থার নির্বাচন- জাতীয় সংসদ রিকসদগ, জেলা পরিষদ (লান্দ স্টিংগেট) এবং স্থানীয় পৌরসভা (কমিউন)। ভোটের নির্ধারিত দিন ছাড়াও ভোটাররা আগে থেকেই ভোট দিতে পারেন।’