বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে দৈনিক দিনকাল কার্যালয়ে দোয়া ও মিলাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫১ পিএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:১২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে দৈনিক দিনকাল কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ মাগরিব এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর জুলুম-নির্যাতন বন্ধ ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীর সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও বিএনপির রাজস্ব ও ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন হারুন-অর রশিদ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান রুমন, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকনসহ দৈনিক দিনকালে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।