বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি বিষয়ক বিডিপিএফ এর ভার্চ্যুয়াল আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৭ এএম, ২৭ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:১৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
‘বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি : প্রকৃতি, পরিসর ও পথরেখা‘ এই বিষয় নিয়ে বাংলাদেশ ডক্টরেটস প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ) আয়োজন করে ভার্চ্যুয়াল আলোচনা।
সবাইকে স্বাগতম জানিয়ে বিডিপিএফ-এর নানন্দিক আড্ডায় আজকের ভার্চ্যুয়াল আলোচনা শুরু করেন বিডিপিএফ ফাউন্ডিং সভাপতি, সঞ্চালক ড. মো. মঞ্জুরে মওলা (মুঞ্জুর), আলতো বিশ্ববিদ্যালয়।
গত শনিবার ফিনল্যান্ডের স্থানীয় সময় বিকাল ৫ ঘটিকায় বিডিপিএফ-এর অনলাইন আলোচনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতি বিজ্ঞান বিষয়ক বিশেষজ্ঞ, ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের সন্মানিত অধ্যাপক আলী রীয়াজ।
সহজ-সরল ভাষায় উপস্থাপিত এবং বাস্তব জীবনে ঘটে যাওয়া সত্য উদাহরনে ভরপুর আলোচনায় ‘বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতিঃ প্রকৃতি, পরিসর ও পথরেখা’ বিষয় নিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশের বর্তমান রাজনীতি গভীর সংকটে নিন্মজ্জিত। ইসলামপন্থী রাজনীতিতে রক্ষণশীলরা কিছুটা হলেও তারা রাজনীতির প্রান্তিক অবস্থান থেকে রাজনীতির কেন্দ্রে আসতে সক্ষম হয়েছে। এর নেপথ্যে কাজ করেছে সরকারের কুদৃষ্টি, রাজনৈতিক আদর্শের দন্ধ, সিভিল সোসাইটির অনুপস্থিত এবং সমাজ গঠনে গণ মানুষের অনীহা, কারন মানুষ অধীকারহীনতায় ভুগছে। এ সমস্যার সমাধান করা জরুরী, তা বের করতে হবে আমাদের, সিভিল সোসাইটির।
এছাড়াও, অধ্যাপক রীয়াজ আলোচনায় খুব পরিষ্কার ভাবে বুঝাতে চেয়েছেন ইসলাম এবং ইসলামপন্থীর মধ্যে সম্পর্ক কি এবং তাঁর আলোচনায় উঠে এসেছে, আমাদের সমাজ, সংস্কৃতি এবং প্রত্যহ জীবন গঠনে ইসলাম কেমন ভূমিকা পালন করে থাকে। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আগামীতে রাষ্ট্রের কোন ধারায় অংশগ্রহন করতে পারে, সে সম্পর্কে অধ্যাপক আলী রীয়াজ গবেষণাধর্মী উপাত্ত ও তথ্য প্রদান করেছেন।
উক্ত ভার্চুয়াল আলোচনায় উপস্থিত ছিলেন, ড. এ কে এম সাইফুল্লাহ, ড. করিম উল্লাহ্, ড. হিজবুল আলম, ড. ইয়াছিনুর রহমান, ড.আনিসুর রহমান ফারুক, ড.রফিকুল হায়দার, মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ ফসিউর রহমান, ড. গাজি সালাউদ্দিন, অধ্যাপক রবিউল ইসলাম, ড. সুনীল কুণ্ডু, ড. মোঃ সানাউল হক, করিম উল্লাহ, ড. এস এম হারুন-অর-রশিদ, ড.সিপুল বড়ুয়া, ড. মোঃ সাকির হাসান, ড. মনজুরুল ইসলাম বাবুল, ড. এস এম সফিকুল আলম, ড. এ এইচ এম সামসুজ্জোহা, ড. নাজমুল ইসলাম, ড. ইয়াছিনুর রহমান এবং ড. মোঃ মঞ্জুরে মওলা।