দিনকালের সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঢাকা মহানগর বিএনপি নেতার ইফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৬ পিএম, ২৩ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৩৬ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
দৈনিক দিনকালে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারিদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান চেয়ারম্যান। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে এবং দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডঃ রেজোয়ান সিদ্দিকীর রোগমুক্তি কামনা করেও দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।