সড়কে নিহত ১৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৩ পিএম, ১৭ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫৮ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সড়কে থামছে না মৃত্যু। প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে। আজও দেশের বিভিন্ন এলাকায় ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় রাজবাড়ীতে ট্রাকের সঙ্গে মাহেন্দ্রের সংঘর্ষে ৩ জন, নরসিংদীর রায়পুরায় বাস- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন, মাদারীপুরে স্বামী-স্ত্রী, নারায়ণগঞ্জ লিংক রোডে এক যুবক, যশোরের কেশবপুরে বাস উল্টে সুপারভাইজার, বরিশালে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক কলেজছাত্র, নাটোরের বড়াইগ্রামে বাইসাইকেল আরোহী, বান্দরবানের লামায় ডাম্পার উল্টে ২ শ্রমিক, কিশোরগঞ্জের ভৈরবে অ্যাম্বুলেন্সের সামনে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও টাঙ্গাইলে একজন নিহত হয়েছেন।
রাজবাড়ী : রাজবাড়ীতে ট্রাকের সঙ্গে মাহেন্দ্রের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাহেন্দ্র চালক মো. সুজন শেখ (৩৪), যাত্রী মমিন ও সাইফুল। সুজন গোয়ালন্দ উপজেলার নবুওছিমুদ্দিন পাড়ার আব্দুর রশিদের ছেলে। সাইফুল মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের বাসিন্দা ও মমিন রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি ট্রাক কল্যাণপুর পৌঁছালে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোয়ালন্দমোড়গামী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের চালক সুজন ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সর্বশেষ তথ্য অনুযায়ী মাহেন্দ্রের চালক ও দুই যাত্রী মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
নরসিংদী : নরসিংদীর রায়পুরায় বাসের সাথে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ বলেন, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডের অদূরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। তিনি বলেন, খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয়েছে।
মাদারীপুর : মাদারীপুরে শহরের প্রধান সড়কে শিশুপার্কের সামনে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দু’জন নিহত হয়েছেন। তারা দুজনই শরীয়তপুরের গ্রামীণ ব্যাংকের ডোমসা শাখার কর্মকর্তা। বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মনিরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফারহানা ইসলাম (৩০)। পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে শরীয়তপুরে কর্মস্থলে যাওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাদারীপুরের প্রধান সড়কের শিশু পার্কের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা নিচে পড়ে যান। ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত মনিরুল ইসলাম গ্রামীণ ব্যাংকের শরীয়তপুর জেলার ডোমসার শাখা ব্যবস্থাপক ছিলেন এবং তার স্ত্রী ফারহানা ইসলাম একই শাখার কর্মকর্তা। মনিরুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায় আর স্ত্রী ফারহানা ইসলামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা এলাকায়।
নারায়ণগঞ্জ : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় জালকুড়ি বাসস্ট্যান্ডের সামনে ওই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম, আরিফ (২৩)। সে ফতুল্লার শাহজাহান রি-রোলিং মিল এলাকার খাঁ বাড়ির মিজানের বাড়ির ভাড়াটিয়া ঠিকাদার সিরাজের ছেলে। নিহত আরিফের বড় ভাই জানান, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নিহত আরিফের বন্ধুরা ফোন করে জানায় আরিফ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে এবং সে এখন চাষাঢ়া বালুর মাঠ এলাকার ইসলামিক হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রয়েছে। পরে সেখানে গিয়ে তারা আরিফকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে রাতেই নিহতের লাশ তাদের গ্রামের বাড়ি পঞ্চগড় নিয়ে যাওয়া হয়। নিহতের ভাই আরও জানান, আরিফের বন্ধুরা জানায় যে, রাতে ওয়াজ মাহফিল থেকে ভূঁইগড় যায়। সেখান থেকে ফতুল্লায় ফেরার পথে ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে বুকে আঘাত পায় আরিফ। তবে স্থানীয়রা জানায় আরিফের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।
যশোর : যশোরের কেশবপুরে সড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে সুপারভাইজার নিহত ও ১৪ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনার চুকনগর থেকে যাত্রী নিয়ে আসার সময় কেশবপুরের আলতাপোল তেইশ মাইল নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের উপর উল্টে যায়। এ সময় বাসের সুপারভাইজার নবিউল ইসলাম বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি পার্শ্ববর্তী সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামের ওমর মোড়লের ছেলে। এ দুর্ঘটনায় ১৪-১৫ জন যাত্রী আহত হয়েছে বলে স্থানীয়রা জানায়। পরে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের মধ্যে গুরুতর আহত আবু তাহের (২৮), মাহফুজা খাতুন (৩০), আবু বকর সিদ্দিক (৬৮) ও মিরা খাতুন (১৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক শংকর বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, বাসের সুপারভাইজার নবি ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
বরিশাল : পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক কলেজ ছাত্রের। বুধবার সন্ধ্যায় বিএম কলেজ সড়কে অবস্থিত বিভাগীয় গ্রন্থাগারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাদিম হোসেন (২৪) বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার কাশিপুর বিল্ববাড়ি এলাকার প্রবাসী মনিরুল ইসলামের ছেলে। পড়াশুনার পাশাপাশি স্থানীয় একটি ইন্টারনেট প্রভাইডার কোম্পানিতে চাকরি করতেন নাদিম। বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) ফজলুর রহমান জানান, নিহত নাদিমের অনার্স তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছিলো। পরীক্ষার কেন্দ্র ছিল সরকারি বিএম কলেজ। বিকেল ৫টায় পরীক্ষা শেষে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা হন নাদিম। পরীক্ষা কেন্দ্র থেকে কয়েকগজ দূরে বিএম কলেজ সংলগ্ন বিভাগীয় গ্রন্থাগারের সামনে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় সড়কে ছিটকে পরে গুরুতর আহত হন নাদিম। তাৎক্ষণিক উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইক্রোবাস ও এর চালককে গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান এডিসি ফজলুর রহমান। নাদিমের ছোট ভাই নাজমুল হোসেন জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে নাদিম সবার বড়। মাত্র ২২ দিন আগে তিনি বিয়ে করেছেন। মা, ভাই, ভাবি ও বোনকে নিয়ে তারা একসাথে বসবাস করতেন। বাবা সৌদিআরবে থাকেন। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন জানান, মস্তিষ্কে প্রচন্ড আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে নাদিমের মৃত্যু হয়েছে।
নাটোর : নাটোরের বড়াইগ্রামে গরুবাহী নসিমন চাপায় শহিদুল ইসলাম (৫২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক নসিমন জব্দসহ চালক শাহীন আলমকে (২২) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৌখাড়া বাজারে আহম্মেদপুর-বড়াইগ্রাম থানার মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার বড়াইগ্রাম উত্তরপাড়া মহল্লার মৃত আরশেদ আলীর ছেলে। তিনি একজন টেইলার্স কর্মী এবং মৌখাড়া বাজারে বাঁধন নামে একটি টেইলার্সে দর্জির কাজ করতেন। আটক শাহীন আলম রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সগুনা গ্রামের সাইদুর রহমানের ছেলে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শহিদুল ইসলাম দুপুরে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে মৌখাড়া বাজারে যাচ্ছিলেন। তিনি মৌখাড়া বাজারের আহম্মেদপুর-বড়াইগ্রাম থানা মোড়ে পৌঁছালে গরুবোঝাই একটি নসিমন পেছন দিক থেকে তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শহিদুল সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় স্থানীয় জনতা নসিমনসহ চালক শাহীন আলমকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও নসিমনটি জব্দ করেন। একই সঙ্গে আট চালক সাইদুরকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুতি চলছে।
বান্দরবান : লামার ইয়াংছা কাঁঠালছড়া এলাকায় ইট বোঝাই ডাম্পার গাড়ির চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও আশঙ্কা জনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম ইয়াংছা কাঁঠালছড়া ত্রিপুরা পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। লামা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী এই খবর নিশ্চিত করেন। নিহত দুই শ্রমিক হলেন- মো. মিরাজ (২০) ও মো. রিয়াজ (২৩)। এ ঘটনায় আহত মো. হাসেম (২০) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তিনি নোয়াখালীর মাইজদী উপজেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, কাঁঠালছড়া থেকে এই ডাম্পার গাড়ি ইট বোঝাই করে চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে শামুকছড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা তিন শ্রমিকের মধ্যে ঘটনাস্থলেই মিরাজ ও রিয়াজ নামের দুই শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত হন হাসেম নামের অপর আরেক শ্রমিক। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করা হয়।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে গত বুধবার দুপুরে সড়ক পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের সামনে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আমিন। শিশুটিকে বাঁচাতে অ্যাম্বুলেন্সটি পাশের দেয়ালে গিয়ে ধাক্কা খায়। এ ঘটনায় শিশু আমিন এবং চালক আরফান আলী গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল : টাঙ্গাইলের গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে প্রতিমাবংকী বাজারে বুধবার ইট বোঝাই ট্রাকের চাপায় লুৎফর রহমান (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় মঞ্জু মিয়া (৩৬) নামে মোটরসাইকেল আরোহী আহত হন। নিহত লুৎফর রহমান টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা গ্রামের এলাহী বক্সের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লুৎফর রহমান মোটরসাইকেলে করে সখীপুর থেকে টাঙ্গাইল ফিরছিলেন। সখীপুর-গোড়াই আঞ্চলিক সড়কে প্রতিমাবংকী বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক প্রথমে সড়কের পশ্চিমপাশে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের চালক মঞ্জু মিয়া ছিটকে পাশের ক্ষেতে পড়ে যান। পরে ট্রাকটি ডান দিকে গিয়ে সড়কের পূর্বপাশে থাকা লুৎফর রহমানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় লুৎফর রহমানের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মঞ্জু মিয়াকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।