জানুয়ারিতে ২৭২ নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার : মহিলা পরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৪ পিএম, ১ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:২০ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
জানুয়ারি মাসে ২৭২ নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। যাদের মধ্যে ২৯ শিশুসহ ৭০ জনকে ধর্ষণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দেওয়া এই প্রতিবেদন ১৩টি জাতীয় দৈনিক থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এই তৈরি করা হয়েছে। এতে উল্লেখ করা হয় জানুয়ারিতে ৬ জন কন্যাশিশুকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং দুই কন্যাশিশু ধর্ষণের ঘটনায় আত্মহত্যা করেছে। এছাড়াও ৫ জন শিশুসহ ১০ নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এই সময়ের মধ্যে ৩ কন্যাশিশুসহ পাঁচ জন নারী যৌন সহিংসতার শিকার হয়েছেন, তাদের মধ্যে দুজনকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১২ জন মেয়েসহ ১৬ জন নারীকে যৌন হয়রানি করা হয়েছে। সেইসঙ্গে চলতি বছরের জানুয়ারিতে ৬ কন্যাশিশুসহ ১০ জন নারীকে অপহরণ করা হয়েছে এবং যৌতুকের কারণে ১৮ জন নারীকে নির্যাতন করা হয়েছে। যাদের মধ্যে যৌতুকের কারণে ১ কন্যাশিশুসহ ১২ জনকে হত্যা করা হয়েছে। এই সময়ে ৪৪ জন নারী ও কন্যাশিশুকে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে এবং ৬ কন্যাশিশুসহ ১৮ জন নারীকে হত্যার চেষ্টাও করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৬ শিশুসহ মোট ৪৭ জন নারী ও কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এছাড়া গত মাসে চারটি বাল্যবিয়ের ঘটনা ঘটেছে। জানুয়ারিতে ৬ জন নারী ও কন্যাশিশু সাইবার ক্রাইমের শিকার হয়েছে।