অনলাইন নিউজ পোর্টাল দৈনিক দিনকাল ডটনেট- এর প্রথম বর্ষপূর্তি আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২০ পিএম, ১ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:২১ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
"দেশ ও জনগণের কথা বলে" এই স্লোগান কে ধারন করে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক দিনকালের অনলাইন নিউজ পোর্টাল "দৈনিক দিনকাল ডটনেট" এর পথচলা শুরু হয় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি। আজ "দৈনিক দিনকাল ডটনেট" এর প্রথম বর্ষপূর্তি।
গত বছর এইদিন নিউজ পোর্টালটির উদ্বোধন করেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পত্রিকাটির প্রকাশক জনাব তারেক রহমান। এ সময় তিনি দৈনিক দিনকালের পাঠক, শুভানুধ্যায়ীসহ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং বলেন, 'দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে দিনকাল'।
এরই ধারাবাহিকতায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে "দৈনিক দিনকাল ডটনেট"। বহু চড়াই উৎরাই পেরিয়ে এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। রাজনৈতিক প্রতিহিংসা, নানা প্রতিকূলতার ও শত ষড়যন্ত্রের মধ্যেও "দৈনিক দিনকাল ডটনেট" সত্য প্রকাশে আপোষহীন ভাবে কাজ করে যাচ্ছে।
আমরা দেশের অন্যতম ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "দৈনিক দিনকাল ডটনেট" এর জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীর সভাপতিত্বে এবং বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান রুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, দৈনিক দিনকালের উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবু, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য শাম্মী আখতার, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, মামুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ হাসান খান বাবু, বিএনপি নেতা ইঞ্জিনিয়র জাকির হোসেন, হযরত আলী, মাহমুদুর রহমান সুমন, ডা. মনোয়ারুল কাদির বিটু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মাহমুদা হাবিবা, ড. আলমগীর, আব্দুল কাউয়ূম, মো. আব্দুল হালিম সাজ্জাদ, মাসুদ রানা, লিটন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু, সহ-দফতর সম্পাদক নাজমুল হাসান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবন, সহ-সভাপতি আশরাফুল ফকির লিংকন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।