কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যমকর্মী প্রবেশে কড়াকড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩০ পিএম, ২৮ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মী প্রবেশে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে দুপুর ২টার আগে গণমাধ্যমকর্মীরা গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না।
আজ বৃহস্পতিবার এমন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০১৬ সালে ফজলে কবির নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর গভর্নর ভবনের তৃতীয় তলায় গণমাধ্যমকর্মী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তবে পরে সেই নিষেধাজ্ঞা শিথিল করে সাংবাদিকদের ব্রিফ করেন ফজলে কবির।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের কর্মসূচি বয়কটের কথা ভাবছেন ব্যাংক বিটের রিপোর্টাররা। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গভর্নর ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সিদ্ধান্ত মতে, দুপুর ২টার আগে কোনো গণমাধ্যমকর্মী এই ভবনে প্রবেশ করতে পারবেন না। তবে কী কারণে এমন সিদ্ধান্ত সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।