জনস্বার্থ বিরোধী কোন বিদেশি ঋণ নেবে না সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯ পিএম, ২০ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জনস্বার্থ বিরোধী কোন বিদেশি ঋণ নেবে না সরকার। আইএমএফ এর কাছ থেকে আনুষ্ঠানিক কোন ঋণ প্রস্তাব পাইনি আমরাও আইএমএফকে কোন আনুষ্ঠানিক প্রস্তাব দিইনি। এই মুহূর্তে বিদেশি কোন ঋণের দরকারও নেই। যখন দরকার হবে তখন নেওয়া হবে। তখন তা প্রকাশও করা হবে।
আজ বুধবার সচিবালয়ে পারচেজ কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শ্রীলঙ্কার ঘটনা এশিয়ার অনেক দেশের জন্য সতর্ক বার্তা এটা আইএমএফের এমডি সম্প্রতি বলেছেন এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়।
মূল্যস্ফীতি বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা এখন সাড়ে ৭ শতাংশ। এটা এক মাসের হিসাব। আমরা ১২ মাসের গড় হিসাবকে আমলে নিয়ে বাৎসরিক গড় হিসাব করে থাকি।