ইউরো শেষে ফুটবলকে বিদায় জানালেন জার্মান তারকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৫ এএম, ১৬ জুলাই,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:৫৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপের আয়োজক ছিলো জার্মানি। ঘরের মাঠে ইউরোর জিতে অবসরের সুযোগ ছিলো জার্মান তারকা থমাস মুলারের। তবে কোয়াটার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় স্বাগতিকদের। এরপরই গুঞ্জন উঠে মুলারের অবসর নিয়ে। অবশেষ আসর শেষে সত্যিই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন জার্মানির ফরোয়ার্ড মুলার। আজ এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী মুলার।
মুলার বলেন, দেশের জন্য খেলা সব সময় আমার জন্য গর্বের ছিল। আমরা একসঙ্গে উদযাপন করেছি আবার অনেক সময় একসঙ্গে কেঁদেছি। জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি। তিনি আরো বলেন, ১৪ বছর আগে জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার সময় এসব কোনো কিছুর স্বপ্ন দেখিনি। দেশের হয়ে খেলতে সব সময়ই গর্ব বোধ করেছি। আমরা একসঙ্গে উপভোগ করেছি, দুঃখও ভাগ করেছি।
২০১০ সালে আর্জেন্টিনার বিপক্ষে বয়সভিত্তিক দলে অভিষেক হয়েছিল মুলারের। ১৪ বছরের ক্যারিয়ারে জার্মানির জার্সিতে খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ম্যাচ। লোথার ম্যাথাউস (১৫০) ও মিরোস্লাভ ক্লোসাই (১৩৭) তার চেয়ে বেশি খেলেছেন। ২০১০ বিশ্বকাপে জার্মানির সেমিফাইনালে ওঠার পথে ৫ গোল করে দারুণ অবদান রেখেছিলেন মুলার। জিতেছিলেন গোল্ডেন বুটও।
এবার ইউরোয় স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারের ম্যাচটাই জার্মানির জার্সিতে হয়ে রইল মুলারের শেষ ম্যাচ। ম্যাচের ৮০তম মিনিটে বদলি হয়ে মাঠে নেমেছিলেন ৩৪ বছর বয়সী এই বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। জার্মানির হয়ে ৮টি বড় টুর্নামেন্ট খেলে শুধু বিশ্বকাপই জিততে পেরেছেন।
সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ৭-১ গোলের সেই জয়েও গোল করেছিলেন মুলার। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে ছিলেন পুরো ১২০ মিনিট। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ৩টি করে ম্যাচ খেলে গোল করতে পারেননি। এবার ইউরোয় বেঞ্চ থেকে নেমে দুটি ম্যাচ খেলেছেন মুলার। জাতীয় দল ছাড়লেও বায়ার্নের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। বায়ার্নের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।