মেসির কান্না, ডি মারিয়ার বিদায় ছাপিয়ে আর্জেন্টাইনদের শিরোপা উৎসব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৯ এএম, ১৫ জুলাই,সোমবার,২০২৪ | আপডেট: ০৪:৫৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সমর্থকদের বিশৃঙ্খলায় পিছিয়ে যায় কোপা আমেরিকার ফাইনাল। নির্ধারিত সময়ের ৮২ মিনিট পর শুরু হওয়া আর্জেন্টিনা-কলম্বিয়ার শিরোপার লড়াইয়ে ঘটে অনেক নাটকীয়তা। চোটের কারণ মাঠ ছেড়ে কান্নায় ভেঙে পড়েন লিওনেল মেসি।
বাতিল হয় নিকোলাল গঞ্জালেসের গোল। তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে লাউতারো মার্তিনেজের জয়সূচক একমাত্র গোলে হামেস-দিয়াজদের হতাশা ডুবিয়ে কোপা আমেরিকার শিরোপার পাশাপাশি ত্রিমুকুট জিতেছে আর্জেন্টিনা।
স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে টানা তিন মেজর শিরোপা জয়ের রেকর্ড এখন মেসিদের দখলে।