কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭ পিএম, ১৪ জুলাই,রবিবার,২০২৪ | আপডেট: ০৫:২২ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
এবারের কোপা আমেরিকার অন্যতম শক্তিশালি দল ছিল উরুগুয়ে। শুরু থেকেই দুর্দান্ত খেলা মার্সেলো বিয়েলসার শিষ্যরা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল হলেও সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়। অন্যদিকে কানাডাও ছিল এবারের আসরে অন্যতম সম্ভাবনাময় এক দল। কিন্তু প্রথমবারের মত কোপায় খেলতে আসা দলটি সেমিতে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় আসর থেকে। শেষ চারে জিততে না পারা এই দুই দলই আজ মাঠে নেমেছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।
প্রথমবারের মত কোপা আমেরিকায় খেলতে নেমেই ইতহাস গড়েছিল কানাডা। আসরে প্রথম খেলতে এসেই শেষ চারে জায়গা করে নিয়েছিল দলটি। তবে লিওনেল মেসিদের কাছে হেরে ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয় দলটির। সেই কানাডাই আজ উরুগুয়েকে প্রায় হারিয়েই দিয়েছিল। তবে বিয়েলসার দলকে শেষ মুহূর্তে গোল করে বাচিয়েছেন লুইস সুয়ারেজ।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েছিল উরুগুয়েই। তবে শুরুতেই পিছিয়ে পড়লেই প্রথমার্ধেই সমতায় ফিরে কানা ডা। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে জোনাথন ডেভিডের গোলে এগয়ে যায় দলটি। এদিকে ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান সুয়ারেজ। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে নিজেদের প্রথম চার শটের ৪টিতেই জালের দেখা পেয়েছে উরুগুয়ে, অন্যদিকে কানাডা প্রথম দুইটি শটে লক্ষ্যভেদ করতে পারলেও তৃতীয় এবং পঞ্চম শটে মিস করে বসেন কানাডার ইসমাইল কোনে ও আলফোনসো ডেভিস। ফলে ৪-৩ গোলে জয় নিশ্চিত হয় বিয়েলসার শিষ্যদের।