শিরোপার জন্য লড়াই করতে চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১২ পিএম, ১১ জুলাই,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৩:৪৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
কদিন পরই মাঠে গড়াবে নারীদের এশিয়া কাপ। অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই সংক্ষিপ্ত সংস্করণে হতে যাচ্ছে এবারের মহাদেশীয় টুর্নামেন্টটি।
আসন্ন টুর্নামেন্ট ঘিরে লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ নারী দলের খেলোয়াড়রা। এবার টুর্নামেন্টে খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে শিরোপা জেতার ইচ্ছের কথা শোনালেন নাহিদা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিকরা।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেএসপিতে অনুশীলনের ফাঁকে নিজেদের প্রস্তুতি ও ইচ্ছের কথা শোনালেন তারা। এশিয়া কাপের আগে লম্বা সময় ক্যাম্প করলেও বৃষ্টিতে বাইরে অনুশীলন করতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা।
ইনডোরেই বেশিরভাগ সময় কাটাতে হয়েছিল তাদের। সেকারণেই প্রস্তুতি নিয়ে একটু আক্ষেপ শোনালেন স্পিন অলরাউন্ডার ও সহ-অধিনায়ক নাহিদা। তিনি বলেন, ‘প্রস্ততি আমি বলব যে শতভাগ হয়নি। কেননা, আপনারা জানেন যে সারা দেশে বৃষ্টি ছিল অনেকদিন ধরে। তার মধ্যে আমরা এখানে অনুশীলন করেছি, ইনডোরে করেছি, বাইরে সুযোগ ছিল না।
এ সময় তিনি আরও বলেন, ‘তারপরও আমরা এখানে কয়েকটা ম্যাচও খেলেছি, নিজেদের ভুলত্রুটিগুলো জানতে পেরেছি যে কি বিষয়ে কাজ করলে আরেকটু ভালো হয়। কোচ আমাদের এগুলো নিয়ে কাজ করেছেন, আশা করি যে সামনে ভালো কিছু হবে।’
তারপরও বিশ্বকাপের আগে এমন টুর্নামেন্টকে ইতিবাচক মনে করেন তিনি, ‘আমি মনে করি যে, এখান থেকে যদি আমরা ভালো একটা আত্মবিশ্বাস পাই! হয়তোবা আমরা যদি সেমিফাইনাল যেতে পারি, তখন তো ফাইনালও খেলতে পারব। ওখান থেকে যে আত্মবিশ্বাস পাব, সেটা আমাদের বিশ্বকাপে খুব কাজে লাগবে।’
তবে দলের ওপেনার ঝিলিকের বিশ্বাস শিরোপা জেতার জন্যই লড়বেন তারা। তিনি বলেন, ‘অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফিটার জন্য আমরা লড়াই করব। ইচ্ছা তো আছে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, আপনাদের দোয়া।’