মৌসুমের শুরুতেই লিভারপুলের জন্য বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫০ এএম, ৯ জুলাই,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:০১ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গত মৌসুমেও চোটের কারণে মোট ১৩টি ম্যাচ খেলতে পারেননি। সেই ম্যাচগুলোয় থিয়াগো আলকানতারার অনুপস্থিতির খেসারত দিতে হয়েছে লিভারপুলকে। স্প্যানিশ মিডফিল্ডারকে নিয়ে এবার মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল প্রিমিয়ার লিগের শিরোপাপ্রত্যাশীরা। ফুলহামের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গেছেন ৩১ বছর বয়সী থিয়াগো। ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক-এর খবর প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে লিভারপুল মিডফিল্ডারকে।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটির চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে থেকে রানার্স আপ হয়েছে লিভারপুল। যে ১০টি ম্যাচে লিভারপুল পয়েন্ট হারিয়েছে, এর মধ্যে ৮টি খেলতে পারেননি থিয়াগো।
৭ আগস্ট ফুলহামের বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে যান থিয়াগো। সেদিনই তাঁর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার ফল যা পাওয়া গেছে, লিভারপুলের জন্য তা মোটেও ভালো খবর নয়। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন থিয়াগো। এ চোটে দেড় মাসের মতো বাইরে থাকতে হতে পারে তাঁকে। তবে আরও নিশ্চিত হতে আবারও থিয়াগোর পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
২০২০ সালে ২ কোটি ৫০ লাখ পাউন্ডে বায়ার্ন থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকেই দলের মাঝমাঠের বড় আস্থা হয়ে উঠেছেন থিয়াগো। তবে পাশাপাশি তাঁর চোটপ্রবণতাও ভুগিয়েছে দলকে। প্রথম মৌসুমে (২০২০-২১) লিভারপুলের হয়ে লিগের ৩৮ ম্যাচের মধ্যে ২৪টি খেলতে পেরেছেন, পরের মৌসুমে খেলেছেন ২৫ ম্যাচ।
গত মৌসুমে ম্যানচেস্টার সিটির চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে থেকে রানার্স আপ হয়েছে লিভারপুল। যে ১০টি ম্যাচে লিভারপুল পয়েন্ট হারিয়েছে, এর মধ্যে ৮টি খেলতে পারেননি থিয়াগো।
মৌসুমের শুরুতেই থিয়াগোকে না পাওয়া হবে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের জন্য বড় ধাক্কা। এমনিতেই চোটের কারণে মাঝমাঠে আগে থেকে নেই অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন ও কার্টিস জোনস। চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন নাবি কেইটা।
এখন যদি চোট থেকে সেরে উঠতে মাঝ-সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগে তাঁর, তাহলে লিগে ছয়টা ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই সময়কালে লিভারপুল খেলবে ক্রিস্টাল প্যালেস, ম্যানচেস্টার ইউনাইটেড, বোর্নমাউথ, নিউক্যাসল, এভারটন ও উলভসের বিপক্ষে।