রোনালদো এখনই অবসর নিচ্ছেন না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৪ পিএম, ৮ জুলাই,সোমবার,২০২৪ | আপডেট: ০৪:১৫ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চলতি ইউরো টুর্নামেন্টটা ভুলে যেতে চাইবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে এবারই প্রথম বড় টুর্নামেন্টে ওপেন প্লে থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। বয়সও ৩৯ হয়ে যাওয়ায় এবারের ইউরোই যে তার শেষ, সেটা নিশ্চিত করেছেন। তাতে আন্তর্জাতিক ক্যারিয়ার যে লম্বা হবে না- তেমন আভাস মিলেছিল। কিন্তু পর্তুগিজ ফরোয়ার্ড সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন, এখনই থেমে যাচ্ছেন না তিনি। পর্তুগালের হয়ে খেলাটা চালিয়ে যেতে চাচ্ছেন।
চলতি ইউরোয় রোনালদোর মাঝে সেই ঝলকটা দেখা যায়নি। দলের পাঁচ ম্যাচেই শুরুর একাদশে নেমেছেন। গড়ে প্রতি ম্যাচে মাঠে ছিলেন ৯৭ মিনিট! কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি। ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজয়ের পর পর্তুগাল অধিনায়ক অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন। সেখানেই বলেছেন, ‘আমরা আরও দূর যেতে চেয়েছিলাম। বিশেষ করে পর্তুগালের জন্য আরও কিছু পাওয়ার যোগ্য ছিলাম।’
পর্তুগালের হয়ে খেলতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করে রোনালদো আরও বলেছেন, ‘এই পর্তুগাল আমাদের যা কিছু দিয়েছে এবং যা কিছু অর্জন করেছি তার জন্য সত্যিই কৃতজ্ঞ। আমি নিশ্চিত মাঠে এবং মাঠের বাইরে এর উত্তরাধিকারকে একইভাবে সম্মানিত করা হবে এবং সেটার নির্মাণ অব্যাহত রাখতে একসঙ্গে ভূমিকাও রাখবো।’
ইউরো থেকে বিদায়ের পর রোনালদোর ভবিষ্যৎ নিয়ে উত্তর দিয়েছিলেন কোচ রবের্তো মার্টিনেজও। তিনি অবশ্য বলেছেন, রোনালদোর ভবিষ্যৎ নিয়ে কথা বললে সেটা আগেভাগে বলা হয়ে যাবে। ২০২৬ বিশ্বকাপে রোনালদোর বয়স হয়ে যাবে ৪১। এখন দেখার বিষয় পর্তুগিজ তারকা তখন পর্যন্ত খেলা চালিয়ে যান কিনা।