১২৫ কোটির বোনাস থেকে কোহলি-রোহিতরা কে কত পাবেন জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৮ পিএম, ৮ জুলাই,সোমবার,২০২৪ | আপডেট: ০৩:৩০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কদিন আগেই শেষ হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিশ্বকাপ জিতে ১১ বছরের আইসিসি শিরোপা খরা কাটিয়েছে ভারত, সেই সঙ্গে দীর্ঘ ১৭ বছর পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভারতীয়রা।
বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেই রাজসিক অভ্যর্থনা পেয়েছে ভারতীয় দল। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতায় পুরো দলের জন্যই বড় অঙ্কের বোনাস ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিতদের জন্য ১২৫ কোটি রূপি পুরস্কারের ঘোষণা দিয়েছিল বিসিসিআই। দেশে ফেরার পর অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহু দ্রাবিড়ের হাতে পুরস্কারের অর্থের চেক তুলে দেওয়া হয়।
এদিকে ১২৫ কোটি রূপি থেকে কোহলি-রোহিত সহ ক্রিকেটাররা কে কত পাবেন তা জানার আগ্রহ ছিল সমর্থকদের। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিসিআইয়ের ঘোষিত ১২৫ কোটি রূপির বোনাস থেকে মূল স্কোয়াডের ১৫ জন সদস্য প্রত্যেকে ৫ কোটি করে টাকা পাবেন।
ক্রিকেটারদের মতই রোহিতদের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও পাবেন ৫ কোটি রূপি। এছাড়া কোচিং স্টাফের বাকি সবাই পাবেন আড়াই কোটি করে রূপি। বিশ্বকাপে মূল দলের বাইরে রিজার্ভ হিসেবে ছিলেন রিঙ্কু সিং, খালিল আহমেদ, শুভমন গিল এবং আবেশ খান, এই ৪ জনের প্রত্যকেই পাবেন ১ কোটি রূপি।
এছাড়া অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিও ১ কোটি রূপি করে পাবেন বলেই জানা গেছে প্রকাশিত প্রতিবেদন থেকে। আর সাপোর্ট স্টাফদের প্রত্যকে ২ কোটি রূপি করে পাবেন।