ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টারে জার্মানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫১ পিএম, ৩০ জুন,রবিবার,২০২৪ | আপডেট: ০৬:২২ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
শুরু হয়ে গিয়েছে ইউরোর নকআউট পর্ব। প্রথম ম্যাচেই বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। তবে ইতালির ভাগ্য বরণ করতে হয়নি জার্মানিকে। স্বাগতিকরা হেসে খেলেই হারিয়েছে ডেনমার্ককে। আর ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।
বাংলাদেশ সময় রোববার (৩০ জুন) রাত একটায় ইউরোতে জার্মানি বরুসিয়া ডর্টমুন্ডের ওয়েস্টফালেনস্টেডিয়নে ডেনমার্ককে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার-ফাইনালে প্রবেশ করে। বৃষ্টিস্নাত ম্যাচে জার্মানির পক্ষে গোল করেন জামাল মুসিয়ালা এবং কাই হাভার্টজ।
ম্যাচের শুরু থেকেই প্রতিকূল আবহাওয়া দেখা যায় যার দরুণ প্রথমার্ধে ২০ মিনিটের জন্য খেলা বন্ধ হয়ে যায়। বজ্রপাত এবং ভারী বৃষ্টিতে মাঠ ভিজে যায়। তবে আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও খেলা চলতে থাকে এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রেফারি সিদ্ধান্ত ম্যাচের রঙ বদল করে দেয়।
ম্যাচের শুরুতেই নিকো শ্লটরবেকের একটি হেডার গোলের আগের অবরোধের কারণে ভিএআর দ্বারা বাতিল হয়। পরে ডেনমার্কের জোয়াকিম অ্যান্ডারসেনের একটি গোল বাতিল হয় কারণ থমাস ডিলেনি সামান্য অফসাইড ছিলেন। এর পরপরই ভিএআর জার্মানিকে একটি পেনাল্টি দেয় অ্যান্ডারসেনের হাতে বল লাগার জন্য, যা হাভার্টজ স্মাইকেলকে পরাস্ত করে গোল করে জার্মানিকে লিড এনে দেন।
হাভার্টজ একটি দ্বিতীয় গোল করার সুযোগ ছিল। তবে তিনি মিস করেন যখন তার শট স্মাইকেলকে পাশ কাটিয়ে বাইরে চলে যায়। তবে, মুসিয়ালা লেফট উইং থেকে বল নিয়ে জার্মানির জন্য দ্বিতীয় এবং নির্ধারক গোলটি করেন।
জার্মানির এই পারফরম্যান্স তাদের আক্রমণাত্মক দক্ষতার প্রমাণ দেয়, যেখানে হাভার্টজ এবং ফ্লোরিয়ান উইর্টজও স্কোর বাড়ানোর কাছাকাছি এসেছিলেন। এই জয়ে জার্মানি ইউরো ২০২৪-এ সর্বাধিক গোলকারী দল হয়ে উঠেছে, মোট ১০ গোল করেছে তারা।
জয়ের পরও জার্মানির রক্ষণভাগে কিছু উদ্বেগজনক মুহূর্ত ছিল, বিশেষ করে যখন ডেনমার্কের রসমুস হোয়লুন্ড প্রথমার্ধে একটি সুযোগ মিস করেন। তবুও, মুসিয়ালা, উইর্টজ এবং হাভার্টজের শক্তিশালী আক্রমণাত্মক ত্রয়ীটি ম্যাচের নির্ণায়ক হয়ে ওঠে।
জার্মানি এখন কোয়ার্টার-ফাইনালে ৫ জুলাই স্পেন বনাম জর্জিয়া ম্যাচের বিজয়ীর সাথে মুখোমুখি হবে। দলের এই পারফরম্যান্সে হোম ফ্যানরা উদ্দীপ্ত, এবং তারা আশা করছে তাদের দল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ট্রফির পথে তাদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখবে।