শেষ আটে জায়গা করে যা বললেন মার্তিনেজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ পিএম, ২৬ জুন,
বুধবার,২০২৪ | আপডেট: ০৪:১২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
টানা দুই জয়ে কোপা আমেরিকা কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কানাডার পর চিলিকে হারাল মেসিরা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ বলেন জয়টা আমাদের প্রাপ্য।
কানাডার বিপক্ষেও প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা। চিলির বিপক্ষেও ছিল একই চিত্র। ম্যাচে একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না আর্জেন্টাইনরা।
তবে ম্যাচের ৮৮ মিনিটে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন লাউতারো মার্তিনেজ। এ নিয়ে এমিলিয়ানো বলেন, ‘আমাদের দুই সেরা ফরোয়ার্ড আছে, জুলিয়ান (আলভারেজ) ও লাউতারো (মার্তিনেজ)। কেউ না কেউ গোল পাবেই।’
এ ছাড়া ১৫ ম্যাচের ১৩টিতে কোনো গোল হজম করেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর কোপায় সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৫টিতে আর্জেন্টিনার জালে প্রবেশ করেনি বল। চলতি কোপার দুই ম্যাচে কোনো গোল হজম করেননি। এ ম্যাচেও দুর্দান্ত ছিলেন তিনি।
লাউতারো মার্টিনেজ গোল করার আগে নিশ্চিত দুটি গোল থেকে আর্জেন্টিনাকে রক্ষা করেন এমি মার্তিনেজ। ৭১ মিনিট পর্যন্ত আর্জেন্টাইন গোলকিপারের কোনো পরীক্ষা নিতে পারেনি চিলি। ম্যাচের ৭২ মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো এচেভেরিয়ার প্রথম শট গোল পেতে পারত চিলিয়ানরা।
তবে ডান পাশে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে দলকে রক্ষা করেন এমি মার্তিনেজ। এর ৩ মিনিট পর ডি বক্সের মাথা থেকে আবারও এচেভেলিয়ার শট রুখে দেন আর্জেন্টাইন গোলকিপার।
এ নিয়ে মার্তিনেজ বলেন, ‘আমাকে সবসময় প্রতি ম্যাচে একটি বা দুটি সেভ (গোল) করতে হয় এবং সৌভাগ্যবশত আমি তা করতে পেরেছি।’
আর্জেন্টিনার আক্রমণভাগের সমানে দেওয়া হয়ে দাঁড়িয়ে ছিলেন চিলি গোলকিপার ক্লাদিও ব্রাভো। মহাদেশীয় আসরের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলকিপার এ ম্যাচে মোট ৮টি সেভ করেন। এজন্য জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
ব্লাভোর প্রশংসাও করেন এমিলিয়ানো। বলেন, ‘প্রতিযোগিতায় টিকে থাকার জন্য চিলি খেলছিল। আমরা জানতাম, জয়ের জন্য জয় পাওয়া কঠিন হবে। ক্লাদিও (ব্রাভো) দারুণ খেলেছে, তবে আমরা যোগ্য দল হিসেবে জিতেছি।’
৪৬ বছর আগে আজকের দিনে প্রথম বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এমন দিনে চিলিয়ানদের হারিয়ে প্রতিশোধও নিয়েছে মেসিরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮ বছর আগে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে টাইব্রেকে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা।
আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুন) কোপা আমেরিকার শতবর্ষী আসরের শিরোপা জয়ের অষ্টম বছর উদযাপন করবে চিলি।