ইউরোতে অপমানজনক শব্দ ব্যবহার করে নিষিদ্ধ হলেন ফুটবলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৫ পিএম, ২৪ জুন,সোমবার,২০২৪ | আপডেট: ১০:৪১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইউরোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ড্র করেছিল আলবেনিয়া। ২-১ গোলে পিছিয়ে থাকলেও যোগ করা সময়ে গোল করে শেষ পর্যন্ত সমতা নিয়ে মাঠ ছাড়ে আলবেনিয়া। এদিকে লুকা মদ্রিচদের বিপক্ষে গোল করে দলকে এগিয়ে দিলেও নিষিদ্ধ হয়েছেন আলবেনিয়ার মিরলিন্দ ডাকু।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করার পর উচ্ছ্বসিত সমর্থকদের সঙ্গে গলা মিলিয়ে স্লোগান দিচ্ছিলেন ডাকু। হ্যান্ড মাইক হাতে দেয়া স্লোগানে অপমানজনক শব্দ উচ্চারণ করেছিলেন তিনি। মাইক্রোফোনে আবার তা ধরাও পড়েছে।
অপমানজনক শব্দ ব্যবহার করার কারণেই তাকে নিষিদ্ধ করেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আচরণের সাধারণ নীতিমালা পরিপালনে ব্যর্থতা, শোভন আচরণের মৌলিক নিয়মের লঙ্ঘন, খেলাধুলার আয়োজনকে অ–খেলাধুলাবিষয়ক কাজে ব্যবহার এবং ফুটবল খেলায় দুর্নাম আনয়নে’র দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ডাকু।’
এদিকে ডাকুকে দুই ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি আলবেনিয়ার ফুটবল ফেডারেশনকেও ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে উয়েফা। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়াকে উদ্দেশ্য করে অপমানজনক স্লোগান দিয়েছেন আলবেনিয়ার সমর্থকরা। তাদের সঙ্গেই গলা মিলিয়েছিলেন ডাকু। পরে অবশ্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমাও চেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ডাকু লিখেছেন, ‘অন্য সব ফুটবলারের মতো আমারও মাঠের ওই ধরনের সময়ে আবেগ থাকে অন্য রকমের। যেটা শুধু মাঠেই অনুভব করা যায়। জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি বর্ণনা করা কঠিন, বিশেষ করে সমর্থকদের জন্য, যারা আমাদের সীমাহীন ভালোবাসে।’