১৯ বলে ওমানকে হারিয়ে বিশ্বকাপে নতুন রেকর্ড ইংল্যান্ডের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ১৪ জুন,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৩:৪৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ১০১ বল হাতে রেখে ওমানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এ জয়ে বিশ্বকাপের মঞ্চে তারা গড়েছে নতুন রেকর্ড। সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচ জয়ের রেকর্ড।
এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ৯০ বল হাতে রেখে জয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার। ২০১৪ বিশ্বকাপ আসরে নেদারল্যান্ডসের দেয়া ৪০ রান তাড়া করতে নেমে মাত্র ৫ ওভারে জয় তুলে নিয়েছিল তারা। এদিকে চলতি বিশ্বকাপের ওমানের দেয়া ৪৮ রান তুলে নিতে মাত্র ৩.১ ওভার খেলেছে ইংল্যান্ড।
স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংস শুরুর প্রথম দুই বলেই ছক্কা হাঁকান ফিল্ট সল্ট। তবে তৃতীয় বলে তাকে বোল্ড করে ফেরান বিলাল খান। দ্বিতীয় ওভারে কলিমুল্লাহকে তুলতে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ৫ রান করা উইল জ্যাকস। পরের ওভারে ৪ চার ও ১ ছক্কায় ২২ রান তুলে নেন বাটলার। আর চতুর্থ ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জনি বেয়ারস্টো। এদিন ৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন বাটলার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের তোপে ছন্নছাড়া ছিল ওমানের ব্যাটাররা। এক শোয়াইব খান ছাড়া কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ২৩ বলে ১১ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান করেন কাশপ প্রজাপতি। এছাড়া ৮ রান করেন অধিনায়ক আকিব ইলিয়াস। ইংলিশদের হয়ে মাত্র ১১ রান খরচায় একাই ৪ উইকেট নিয়েছেন আদিল রশিদ। এছাড়া সমান ১২ রান খরচায় ৩টি করে উইকেট নিয়েছেন আর্চার ও উড।
বিশ্বকাপ মিশনে এটি ইংল্যান্ডর প্রথম জয়। এর আগে বৃষ্টির বাধায় ভেসে যায় স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে হেরে যায় তারা। তাতে অনিশ্চয়তায় পড়ে চলতি বিশ্বকাপে তাদের সুপার এইটের যাত্রা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘বি’ গ্রুপের তৃতীয় স্থানে বাটলাররা। টানা ৩ জয়ে সুপার এইট নিশ্চিত অস্ট্রেলিয়ার। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সে পথে অনেকটা এগিয়ে স্কটল্যান্ড।
পরের রাউন্ডে যেতে নামিবিয়াকে হারানোর পাশাপাশি ইংল্যান্ডের প্রার্থনা করতে হবে যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ড হারে। তবে কোনো ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে আসর থেকে ছিটকে যাবে তারা। নেট রান রেটে আপাতত স্কটল্যান্ডের (২.১৬৪) তুলনায় অনেক এগিয়ে ইংল্যান্ড (৩.০৮১), তাই পয়েন্ট সমান হলেও সুপার এইট খেলবে বাটলাররা।