কোপার প্রস্তুতিতে ব্রাজিলকে জিততে দেয়নি যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ পিএম, ১৩ জুন,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৭:১৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
কোপা আমেরিকার প্রস্তুতিতে ধাক্কা খেয়েছে ব্রাজিল। প্রীতি ম্যাচে তাদের জিততে দেয়নি যুক্তরাষ্ট্র। কোপার আয়োজকরা সেলেসাওদের ১-১ গোলে রুখে দিয়েছে।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যান হিসেব করলে এই ড্র যুক্তরাষ্ট্রের জন্য মহামূল্যবান। ব্রাজিলের বিপক্ষে দলটির সর্বশেষ জয়টি ছিল সেই ১৯৯৮ সালে কনকাকাফ গোল্ড কাপের সেমিফাইনালে। এই ম্যাচের পর একমাত্র ড্রটিও আদায় করে নিয়েছে তারা। বিপরীতে ব্রাজিলের জয় ১৮টি!
ম্যাচে ব্রাজিলকে রুখে রাখার অনন্য নজির গড়েছেন যুক্তরাষ্ট্র গোলকিপার। ম্যাট টার্নার ১১টি সেভ করেছেন। যা আমেরিকান কোনও গোলকিপারের সর্বোচ্চ।
গত সপ্তাহে কলম্বিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া টানা ১১ ম্যাচে ছিল পরাজয়। অবশেষে ব্রাজিলের বিপক্ষে সেই ধারায় তারা ছেদে টেনেছে।
১৭ মিনিটে যুক্তরাষ্ট্রের গোলকিপার টার্নারের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। টিম রিমের কাছ থেকে ব্যাক পাস পেয়ে সেটা মুসাহকে দিতে যাচ্ছিলেন। কিন্তু ঠিকমতো দিতে পারেননি। বলটা তার কাছে যাওয়ার আগেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেস লাফিয়ে হেড করলে সেটা পড়ে যায় রাফিনহার পায়ের কাছে। তার দেওয়া পাস থেকেেই সাম্বার ঢেউ তুলে প্রথম গোলটি করেন রদ্রিগো।
২৬ মিনিটে তার পর ব্রাজিল ফাউল করলে যুক্তরাষ্ট্র ফ্রি কিক পেয়েছে। সেখান থেকেই মানব দেয়াল অতিক্রম করে জাল কাঁপান পুলিসিক। শেষ দিকে ব্রাজিল আক্রমণের ঢেউ তুললেও তাদের হতাশ করেছেন টার্নার। একে একে এন্দ্রিক, রদ্রিগো ও ভিনিসিয়ুসের শট রুখে দিয়েছেন। যুক্তরাষ্ট্রকেও একইভাবে হতাশ করেছেন আলিসন।