রোনালদোর জাদুতে পর্তুগালের সহজ জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ পিএম, ১২ জুন,
বুধবার,২০২৪ | আপডেট: ০৮:৪৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জার্মানিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবল চ্যাম্পিয়নসশিপ বা সহজ ভাষায় ইউরো শুরু হতে বাকি আর মাত্র দুদিন। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে সর্বশেষ প্রস্তুতি ম্যাচ খেলল আসরের অন্যতম ফেভারিট পর্তুগাল। লিসবনে আয়োজিত সেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় লাভ করেছে পর্তুগাল। যে জয় তাদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো মুখ্য ভূমিকা পালন করেন।
পর্তুগাল বড় ব্যবধানে জিতলেও খেলার শুরুতে আয়ারল্যান্ডের অ্যাডাম ইদাহ গোল করার কাছাকাছি চলে আসেন। তার নেওয়ার শট পোস্টে আঘাত করে ফিরে আসে এবং পরে তীক্ষ্ণ কোণ থেকে তিনি বল জালে পাঠাতে ব্যর্থ হন। তবে আয়ারল্যান্ড না পারলেও পর্তুগাল ঠিকই গোল আদায় করে নেয়। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন জোয়াও ফেলিক্স।
ফেলিক্সের গোলের পর নিয়ন্ত্রণ বজায় রেখে দ্বিতীয় গোলের জন্য চাপ দেয় পর্তুগাল। রাফায়েল লেয়াওর এবং ক্রিশ্চিয়ানো রোনালদো সুযোগ মিস করায় প্রথমার্ধে তা আর হয়নি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পর্তুগালের গনসালো ইনাসিও গুরুত্বপূর্ণ সুযোগ মিস করেন, ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে বাড়ানো বলটি বাইরে পাঠান। আয়ারল্যান্ডের খেলোয়াড়রা প্রথমার্ধে মাত্র এক গোল পিছিয়ে থেকে কিছুটা স্বস্তি পায়, কিন্তু দ্বিতীয়ার্ধে আরও তীব্র আক্রমণের সম্মুখীন হয়।
পুনরায় শুরু হওয়ার পাঁচ মিনিট পর রোনালদোর জাদু প্রকাশ পায়। বদলি খেলোয়াড় রুবেন নেভেস একটি নিখুঁত বল দেন ৩৯ বছর বয়সী তারকাকে, যিনি লিয়াম স্কেলসকে পরাস্ত করতে ডাবল স্টেপ-ওভার করেন এবং বলটি টপ কর্নারে পাঠান। ষাট মিনিটে ডায়োগো জোটার সহায়তায় তার দ্বিতীয় গোলটি করেন, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ১৩০তম আন্তর্জাতিক গোল।
আয়ারল্যান্ডের সুযোগগুলো ছিল কম, বদলি খেলোয়াড় টম ক্যানন তার অভিষেকে গোলের সুযোগ মিস করেন। গোলরক্ষক কাওয়িমিন কেলেহের ব্রুনো ফার্নান্দেসের ডিপিং শটটি প্রতিহত করেন এবং রোনালদোকে অস্বাভাবিকভাবে কাছ থেকে হ্যাটট্রিকের সুযোগ মিস করান।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই পর্তুগাল ইউরোর জন্য নিজেদের প্রস্তুতি শেষ করে। আগামী বুধবার (১৯ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে চেক রিপাবলিকের মুখোমুখি হবে রোনালদোরা।